শেষ আপডেট: 5th February 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: শিল্পায়নের জন্য অনেক রাজ্যই সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করেছে। যাতে লগ্নিকারীদের সরকারের দরজায় দরজায় ঘুরতে না হয়। বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) তারও এক কদম এগিয়ে পা ফেলতে চাইলেন মুখ্যমন্ত্রী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।
মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কায় মায় শিল্পপতির চাঁদের হাটে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে রাজ্য স্তরে শিল্প সমন্বয় কমিটি (State level Industry Synergy Committee) গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্য সচিব।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পরই এদিন প্রেক্ষাগৃহে করতালির ঢেউ ওঠে। তা থামলে মুখ্যমন্ত্রী বলেন, এই কমিটির মানে শুধু সিঙ্গল উইন্ডো নয়। এর কাজ হবে বৃহত্তর। এই কমিটি সমন্বয় করবে সব দফতরের সঙ্গে। এবং শিল্পবান্ধব পরিস্থিতি আরও মজবুত করবে। দমকল, পরিবেশ, ভূ রাজস্ব, অর্থ, আবাসন, শিল্প সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই কমিটি দেখবে যে বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যেন সময় না লাগে। প্রতি চোদ্দ দিনে একবার করে এই কমিটি বৈঠক করবে। কোথাও কোনও বাধা থাকলে তা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে।
বাণিজ্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন শিল্পপতিরা। সবার আগে তা শুরু করেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, বড় কথা হল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সমস্যার কথা বলা যায়। অপেক্ষা করতে হয় না। তাতে সঙ্গত করেন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন, দিদিকে সব সময়েই পাওয়া যায়। আমি অবাক হয়ে যাই, এক ব্যস্ততার মাঝে কোনও মেসেজ করলেই উনি উত্তর দেন।
কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চান, এই পারসোনাল টাচ তথা যোগাযোগ তো থাকবেই। বিনিয়োগ ও লগ্নি টানতে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন তার পত্তন এবার তিনি করছেন। সমন্বয় কমিটির কাজই হবে শিল্প মহলের চাহিদা ও প্রয়োজন বুঝে পদক্ষেপ করা।
নবান্ন সূত্রে খবর, আগামী দিনে শিল্প সংস্থার জন্য কিছু ইনসেনটিভ স্কিমের ব্যবস্থাও করতে পারে সরকার। যাতে শ্রম নিবিড় শিল্প কারখানা স্থানে বিনিয়োগকারীরা উৎসাহী হন। কারণ, বাংলার জনসংখ্যা প্রায় ৮ কোটি। তাই শ্রম নিবিড় শিল্প স্থাপন অতিশয় জরুরি।