শেষ আপডেট: 24th September 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। আর রবিবার বিকেলেই তিনি গেলেন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। সূত্রের খবর, স্বাস্থ্যপরীক্ষা করতেই হাসপাতালে এসেছেন মমতা। তবে অন্যকোনও কারণ আছে কিনা, তা এখনও জানা যায়নি।
জানা গেছে, এদিন বিকেলে এসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে এসে থামে মুখ্যমন্ত্রীর গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্য কর্তারা। উডবার্ন ওয়ার্ডে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকরা। শোনা যাচ্ছে, পায়ের সমস্যার চিকিৎসা করাতেই মুখ্যমন্ত্রী হাসপাতালে এসেছেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে গত জুন মাসে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে। সেইসময়ই কোমরে ও পায়ে চোট পেয়েছিলেন তিনি। কলকাতায় এসে এসকেএমে চিকিৎসাও করাতে হয়েছিল মমতাকে।
অন্যদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। মনে করা হচ্ছে, কলকাতায় ফিরেই এসকেএমে যাওয়ার পিছনে ডেঙ্গি পরিস্থিতিও হতে পারে।
আরও পড়ুন: টানেলের ভিতর হঠাৎ বিপদ? কীভাবে দ্রুত যাত্রীদের বের করা যাবে, মেট্রোকে শেখাল এনডিআরএফ