শেষ আপডেট: 13th April 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: ফের বিজেপি-বাম-কংগ্রেসের আঁতাত নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বভারতীয়স্তরে ভোটের পর ইন্ডিয়া জোটের বার্তাও দিলেন।
মমতার কথায়, "বাংলায় পথ দেখাবে, আমরাই সরকার গড়ব। সরকার গড়তে সব ধরনের সহযোগিতা করব।"
সর্বভারতীয়স্তরে বিরোধী দলগুলির ইন্ডিয়া জোট সার্বিকভাবে সফল না হলেও ভোটের পর বিজেপিকে ঠেকাতে ফের যে তাঁরা সকলে মিলে জোট বাঁধবেন, সেটাই স্পষ্ট করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়িতে নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জাবরাভিটায় প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী একথা বলেন। একই সঙ্গে বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন।
মমতার অভিযোগ, "বাংলায় সিপিএম, কংগ্রেস বা বিজেপির মধ্যে কোনও ফারাক নেই। ওরা রাতের অন্ধকারে নিজেদের মধ্যে গোপন আন্ডারসান্ডিং করে।"
তাঁর আরও দাবি, "এটা তো মিথ্যে নয়। পঞ্চায়েতে বা পুরসভায় তো আপনারা দেখেছেন। তাই বলব, বাংলায় সিপিএম বা কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।"
উত্তরবঙ্গে যাঁরা বিজেপির ভোটার রয়েছেন, তাঁদের উদ্দেশেও এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, "বিজেপি বন্ধুদের বলছি- কেন এদের সমর্থন করেন। আগে তো আপনারা ডেডিকেটেড ছিলেন।"
এরপরই উত্তরের জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা কী! বলছে- চুন চুন কে জেলকে ভরেঙ্গে। ভোটের আগে বলছে, জিতে গেলে কী হবে বুঝতে পারছেন!"
এই প্রসঙ্গেই ২০১১ সালে বাংলায় পালা বদলের সময়কার কথা উল্লেখ করে মমতার দাবি, "৩৪ বছর ওরা এত অত্যাচার করার পরও ক্ষমতায় এসে সিপিএমের কারও গায়ে আমরা হাত দিইনি, রবীন্দ্রসঙ্গীত বেজেছিল।"