শেষ আপডেট: 9th July 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: একই ছাদের তলায় বসবাস হলেও হাঁড়ি আলাদা। দিনা চারেক আগে দোতলা থেকে সন্ধ্যের ধুপ নিয়ে নীচে নামছিল ৯ বছরের কিশোরী। অভিযোগ, অসতর্কতাবশত খুড়তুতো বোনের গায়ে সেই ধুপের আগুনের ছ্যাঁকা লেগে যায়। এরপরই আগুনে চামচ গরম করে কিশোরীর সারা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার কাকিমার বিরুদ্ধে।
মালদহের ইংরেজ বাজার থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোরী। তাঁর মা আদুরী সাহা বলেন, "মেয়েকে বাঁচাতে গিয়ে আমিও আক্রান্ত হয়েছিলাম। অভিযোগ জানালেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।" অভিযুক্ত মহিলার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও।
এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারকে শিশু সুরক্ষা কমিটিতে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি শুভময় বসু। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।
তাঁর কথায়, "খোঁজ নিলে হয়তো দেখা যাবে, অভিযুক্ত মহিলার স্বামী বা বাপের বাড়ি কেউ প্রভাবশালী। তাই পুলিশ ব্যবস্থা নেয়নি। যার ফলে রাজ্যজুড়ে নারী ও শিশু নির্য়াতনের ঘটনা ক্রমেই বাড়ছে।" ঘটনার পর থেকেই অবশ্য অভিযুক্ত মহিলা গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। প্রতিক্রিয়া মেলেনি পুলিশেরও।