শেষ আপডেট: 6th January 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদহ (Malda) টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকা মূল্যের মাদক। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় মোট ৪৬০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar)। যার বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা।
মণিপুর থেকে এই মাদক কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জ থেকে গত ডিসেম্বরেই প্রচুর পরিমাণ মাদক (Drugs) উদ্ধার হয়েছিল। সেখানকার বালাভুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। মাদক কারবারির বাড়িতে পুলিশের হানায় উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা।
এর আগে ২০২৩ সালে বাগডোগরায় গাড়ি আটক করে নগদ ১৭ লক্ষ টাকা ও প্রায় এক কিলো ব্রাউন সুগার-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন গ্রেফতার করা হয় তিন জনকে।
পুলিশ জানায়, গাড়িতে থাকা তিন ব্যক্তির নাম মহম্মদ রাজু শেখ, গৌতম মণ্ডল ও ভরত মণ্ডল। তদন্তে জানা যায় রাজু শেখ এই ব্রাউন সুগার পাচারের মূল পাণ্ডা। এর আগেও মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ রাজুকে গ্রেফতার করেছিল।