মৃত শিক্ষক
শেষ আপডেট: 31st January 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে মালদহের স্কুল শিক্ষকের মৃত্যুর খবর সামনে এসেছিল। খবর হয়েছিল পদপিষ্টের কারণেই এই মর্মান্তিক পরিণতি। কিন্তু আসলে মৃত্যুর কারণ তা নয়। বরং মারাত্মক ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন, কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয়, দাবি পরিবারের।
৩৩ বছরের অমিয় সাহা বৈষ্ণবনগরের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের চড়বাবুপুর এলাকার বাসিন্দা। দশজনের পরিবার ও আত্মীয়দের দলের সঙ্গে মহাকুম্ভে যান তিনি। সেখানে এমনই ভিড় হয় যার চাপে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। পরে হাসপাতালে নিয়ে গেলে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।
গত বুধবার ভোরে পুণ্যস্নান করেন অমিয়। এরপর কিছু সময়ের জন্য পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যান। পরে পরিবারের লোকজনকে খুঁজে পেলেও চরম ভিড়ে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অসুস্থ অবস্থায় বহুকষ্টে গাড়ির ব্যবস্থা করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মালদহের বাড়িতে শিক্ষকের দেহ ফিরেছে শুক্রবার। তারপরই বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা শুনে মহাকুম্ভ মেলায় যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক।