শেষ আপডেট: 5th January 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার তিন দিন পেরিয়ে গিয়েছে। এখনও অধরা আরও দুই অভিযুক্ত। তাদেরই হদিশ পেতে পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণা রজক ও বাবলু যাদবকে খুঁজে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দার জন্যই দুলালকে খুন করা হয়েছে। পুলিশ মনে করছে, কৃষ্ণা ও বাবলুকে ধরতে পারলেই উত্তর পাওয়া যাবে কে আসলে বড় মাথা।
ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদব। দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা এই দুই অভিযুক্ত। দুই অভিযুক্তের ছবি, নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে।
বিহারের বাসিন্দা বাবলুর বাড়ি দুলালের বাড়ি থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে। বাবলুর স্ত্রীর দাবি, স্বামী কিছুই করেন না, কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ। এমনকী, দুলাল সরকারের পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাল বলে দাবি করেছেন ফেরার অভিযুক্তের স্ত্রী। বাবলুর স্ত্রী জানিয়েছেন, খুনের আগের দিন শেষবার বাড়িতে এসেছিলেন বাবলু। তারপর থেকেই তিনি ফেরার।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন দুলালবাবু। কাজকর্ম সেরে পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের ফ্যাক্টরির দিকে রওনা হন। সেখানেই মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁকে তাড়া করে। দুলালবাবুকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে তারা। তাতেই তাঁর মৃত্যু হয়।