শেষ আপডেট: 16th January 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় কালিয়াচকে তৃণমূলের গ্রামীণ নেতার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার খুন মালদহে। এবার ঘটনাস্থল রতুয়ার সামসী। জানা যাচ্ছে, হাটে সবজির দোকান বসানোকে ঘিরে বচসা শুরু হয়। যার জেরে মৃত্যু হয় ৭৫ বছরের এক বৃদ্ধের। যিনি আবার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।
নিহত বৃদ্ধের পরিবারের তরফে ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে রতুয়া থানার পুলিশ। জানা যাচ্ছে, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।
পুলিশ জানিয়েছে, এক অভিযুক্তকে এই ঘটনায় আটক করা হলেও কেল্টু নামে আরেকজন অভিযুক্ত পলাতক। তাঁকে খুঁজে বের কোর্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে নিহত বৃদ্ধের নাম মুসলিম সবজি। দেবীপুর গ্রামের কাঁঠালবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ছিলেন সবজি বিক্রেতা মুসলিম প্রত্যেক বৃহস্পতিবার সামসীর সাপ্তাহিক হাট বসতেন। সেই হাটে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসেন।
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তিনি হাটে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেখানেই ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়ান মুসলিম। এরপর হঠাৎই রুহুল ও কেল্টু নামে স্থানীয় বাহারাল গ্রামের দুই যুবক তাঁকে বেধড়ক মারতে থাকেন। ঘুষির আঘাতে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম।
এরপর তড়িঘড়ি অন্য ব্যবসায়ীরা মুসলিমকে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।