শেষ আপডেট: 24th July 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি মালদহের গাজোলে। বুধবার গাজোলের একটি সমবায় ব্যাঙ্কে হানা দিয়ে ক্য়াশিয়ারকে গুলি করে কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। আহত ব্যাঙ্ক কর্মীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা দুটো নাগাদ গাজোলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতীরা। প্রায় সাত-আটজন সশস্ত্র ডাকাত ব্যাঙ্কে ঢুকে পড়ে সোজা ক্যাশিয়ার যোগেশ্বর মণ্ডলের দিকে বন্দুক তাক করে। যোগেশ্বর বাধা দেওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। গুলি লাগে ওই ব্যাঙ্ককর্মীর পেটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আতঙ্কিত হয়ে পড়েন অন্য কর্মীরা।
সেই অবসরেই ব্যাঙ্কের ভল্টের চাবি ছিনিয়ে নিয়ে নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার আগে বেশ কয়েকটি বোমা ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চারচাকার একটি গাড়ি নিয়ে এসেছিল ডাকাতরা। প্রত্যেকের মুখে ছিল মাস্ক। ব্যাঙ্কের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢোকে তারা। ডাকাতি করে বেরিয়ে সেই গাড়িতেই চম্পট দেয়।
আহত ব্যাঙ্ককর্মীকে মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বছর ৩৫ এর যোগেশ্বর মণ্ডলের বাড়ি মালদহ শহরের শিক্ষক পল্লী এলাকায়। ব্যাঙ্কের বাইরে সিসি ক্যামেরায় ডাকাত দলের ছবি ধরা পড়ে। ওই ছবির সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ। এডিজি (ল অ্যান্ড অর্ডার) মনোজ ভার্মা জানান, জেলা পুলিশ খুব দক্ষতার সঙ্গেই এই ডাকাতির ঘটনার তদন্ত করছে। আশা করছি খুব দ্রুত ডাকাতরা ধরা পড়বে।