শেষ আপডেট: 11th January 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: আবারও আক্রান্ত বিএসএফ। মালদহে চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ানরা। এমনই পরিস্থিতি তৈরি হয় যে আত্মরক্ষার জন্য শূন্যে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।
ঘটনা হল, গভীর রাতে কাঁটাতারের কাছে বাংলাদেশি চোরা কারবারিদের দেখতে পেয়ে বাধা দেয় বিএসএফ। হাই বিম টর্চ জ্বালিয়ে চোরা কারবারিদের আটকানোর চেষ্টা করা হলে উল্টে ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয় বাংলাদেশি চোরা কারবারিরা।
আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে শূন্যে ২ রাউন্ড গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। গোলমাল দেখে বাকি জওয়ানরা চলে এলে চোরা কারবারিরা সেখান থেকে চম্পট দেয়।
ক'দিন আগেই ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ভারতীয় জওয়ানরা। ত্রিপুরার কালীশহর মাগুরোলি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের ৪৭ নম্বর পিলারের কাছে আক্রান্ত হন জওয়ানরা।
বাংলাদেশি পাচারকারীরা ওই সীমান্তে সমস্যা তৈরির চেষ্টা করছিল। এরপর বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীদের পিএমজি বন্দুক নিয়ে তাড়া করেন। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে বেধড়ক মারধর শুরু করে দুই জওয়ানকে।
বিজিবি জওয়ানদের হস্তক্ষেপের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেই আবহে এদিন আবারও বিএসএফ জওয়ানদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।