শেষ আপডেট: 31st October 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসবে অন্ধকার। কালীপুজোর দিন ভোরবেলা জলপাইগুড়ির মালবাজারে জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের।
সূত্রের খবর, মৃতদের মধ্যে ওই অন্তঃসত্ত্বা মহিলার বোনও রয়েছেন। বৃহস্পতিবার ভোরে মালবাজারে সাতখাইয়া মোড়ের ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান থেকে চালসা হয়ে মালবাজারের দিকে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, তাঁর বোন, আত্মীয়-সহ ৫ জন।
উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ও তাঁর বোনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বাকি ২ জন আহত হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘাতক গাড়ির চালকের সন্ধান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, বাজি কিনতে গিয়ে মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় এক তরুণেরও মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মহেশতলা থানা এলাকার সম্প্রীতি উড়ালপুলে। বাজি কিনে মোটরবাইকে চেপে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। উড়ালপুলে ওঠার আগে মহেশতলা কলেজের কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।