শেষ আপডেট: 24th September 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে সোমবার সরিয়ে দিয়েছিল তৃণমূল। মঙ্গলবার তাঁকে সাসপেন্ড করা হল। আর্থিক অনিয়ম ও আদালত অবমাননা সংক্রান্ত অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে দল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান, তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ।
দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ আসছিল স্বপন সাহার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি নিজের কাজ ঠিক মতো করছিলেন না বলেও কেউ কেউ দাবি করছিল। সেই প্রেক্ষিতেই তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। মঙ্গলবার অবশেষে তাঁকে পদ থেকে সরানো হল। টাকার বিনিময়ে চাকরি, অবৈধভাবে জমি পাইয়ে দেওয়া, দোকান বন্টন থেকে অর্থ নেওয়া থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে স্বপন সাহার বিরুদ্ধে। সব মিলিয়ে প্রায় ১২০ কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি, এমনটাই দাবি।
পুরসভার বিভিন্ন সিদ্ধান্ত তিনি একা গ্রহণ করছেন বলে দাবি উঠেছে একাধিকবার। পাশাপাশি এলাকার অধিকাংশ কাজই অসম্পূর্ণ থাকছে বলেও অভিযোগ অনেকের। সেই সব অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্রে খবর।
জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ''পুরসভা নিয়ে দীর্ঘদিন ধরে সার্ভ হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও করেছি আমরা। অনেক অভিযোগই সামনে আসছিল। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশই কার্যকর করা হয়েছে।''
দুর্নীতির অভিযোগ মানতে চাননি স্বপন। তাঁর পাল্টা দাবি, যে অভিযোগ করা হচ্ছে তা প্রমাণ করে দেখাক কেউ। দরকার হলে ব্যাঙ্কের পাসবই, চেক সব খতিয়ে দেখা হোক। তাঁর কোনও সমস্যা নেই বলেই স্পষ্ট করেন। তবে তিনি এও বলেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা তিনি মাথা পেতে নিচ্ছেন। কিন্তু দলের সঙ্গে বিষয়টি এইভাবে শেষ হওয়ায় তিনি দুঃখিত।