শেষ আপডেট: 10th February 2025 22:50
দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুমেই প্রথম বর্ষের এক ছাত্রকে 'বিয়ে' করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন হরিণঘাটার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের এক বিভাগীয় প্রধান। এবার সেই প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়েই পরীক্ষা চলাকালীন ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ছাত্রী।
অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর গাফিলতিতে অ্যাম্বুলেন্স আনতে দেরি হয়। যে কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ছাত্রী। ঘটনার প্রতিবাদে বিকেল থেকে অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক। কীভাবে সকলের নজর এড়িয়ে ওই ছাত্রী পাঁচতলায় পৌঁছে গেলেন? কেনই বা আত্মহত্যা? উঠছে একাধিক প্রশ্ন। যা নিয়ে কর্তৃপক্ষর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ।
এদিন থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এমটেকের পরীক্ষা। মৃত ছাত্রী প্রথম বর্ষে পড়তেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর দাবি, পরীক্ষা হলে টুকলি করতে গিয়ে ধরা পড়ে যান ওই ছাত্রী। তাঁর খাতা নিয়ে নেওয়া হয়। সম্ভবত সেই হতাশা থেকেই সে ছাদ থেকে ঝাঁপ দেয়।
যদিও পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয়ের এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তাঁরা পাল্টা প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে সকলের নজর এড়িযে ছাদে উঠল ছাত্রী? নাকি ছাত্রীর আত্মহত্যার নেপথ্যে অন্য রহস্য? প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ।
এমনকী বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স থাকলেও সময়ে চালককে পাওয়া যায়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। যে কারণে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে বলে পড়ুয়াদের অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিকেল থেকে হরিণঘাটায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। গোটা ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে হরিণঘাটার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।