শেষ আপডেট: 15th January 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব। তবে পূর্ব বর্ধমান জেলায় আরও একটি উৎসব হয়ে থাকে মকর সংক্রান্তির দিন। জেলা সদর বর্ধমান শহরে এইদিন পালিত হয় ঘুড়ি উৎসব। স্থানীয়রা বলেন ঘুড়ি-মেলা। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে না বর্ধমানে। কিন্তু পৌষ সংক্রান্তিতে আকাশ ছেয়ে যায় ঘুড়িতে। আজ সংক্রান্তির দিন আকাশে উড়ছে হরেক রংয়ের ঘুড়ি। হাওয়ায় দুলছে সে সবের ‘লেজ’। মাঠেঘাটে মাঝেমধ্যেই আওয়াজ উঠছে— ‘ভোকাট্টা’। তার মধ্যেই নজর কেড়েছে মোদী-ঘুড়ি।
ঘুড়িও এখন রাজনীতির বাহন। পেটকাটি, চাঁদিয়ালেও লেগেছে রাজনীতির রঙ। হালফিলের ঘুড়িতেও ভোটের হাওয়া। আসন্ন লোকসভা ভোটের রঙ লেগেছে রঙচঙে ঘুড়িতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ আঁকা বা ছবি সাঁটা ঘুড়ি পতপত করে উড়ছে আকাশে। বাজার ছেয়ে গেছে মোদী-ঘুড়িতে। দোকানীরা বলছেন, মোদী-ঘুড়িই এখন বর্ধমান শহরের বাজার কাঁপাচ্ছে।
এক সময় কচিকাঁচাদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ঘুড়ি ওড়ানো। বিশ্বকর্মা পুজো থেকে শুরু হত ঘুড়ির চাহিদা। চলত অগ্রহায়ণ মাসের নবান্ন পর্যন্ত। শহরের পাশাপাশি গ্রামগঞ্জের দোকানে বিশ্বকর্মা পুজোর আগে থেকেই মিলত রংবেরঙের ঘুড়ি, লাটাই, সুতো। পুরনো সে সব দিনের কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে ওঠেন ঘুড়ি দোকানীরা। তাঁরা বলেন, মকর সংক্রান্তি এখন মিলনের উৎসব। বাঙালি শুধু বিশ্বকর্মা পুজোতে নয়, মকর সংক্রান্তিতেও ঘুড়ি ওড়ায়। আর বর্ধমান শহরে তো সংক্রান্তিতেই ঘুড়ি ওড়ানোর রেওয়াজ। রাজার শহর রাজ ঐতিহ্য মেনেই ঘুড়ি ওড়ায় পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের প্রথম দিন। রাজার আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে আজও। ইদিলপুর কাঠগোলা ঘাট, সদরঘাটের মাঘী মেলা, বাহির সর্বমঙ্গলা পাড়া সহ বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় হয় ঘুড়ি উৎসব বা ঘুড়ির মেলা।
সংক্রান্তির কিছুদিন আগে থেকেই ঘুড়ির পসরা সাজিয়ে বসে পড়েন দোকানীরা। বিক্রিও হয় খুব।এবারেও মেলা ঘিরে শহরের তেঁতুলতলা বাজার, বড়বাজার, জেলখানা মোড়, বোরহাট, লাকুর্ডি সহ বিভিন্ন এলাকায় ঘুড়ি এবং মাঞ্জা সুতোর পসরা সাজিয়ে বসেছেন অনেকে। তবে এবার মোদী-ঘুড়ির চাহিদা তুঙ্গে বলেই জানিয়েছেন দোকানীরা। বিক্রি এত বেশি হচ্ছে নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। তেঁতুলতলা বাজারে একটি গির্জার সামনে কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে মোদীর ছবি দেওয়া ঘুড়ি। ছবির সঙ্গে লেখা ‘বিজেপি: মিশন ২০২৪।’
ব্যবসায়ী শেখ হালিম, মুর্শেদ আকিরা বলছেন আলাদা করে এই ঘুড়ি তাঁরা কেনেননি। লটে লটে আসা ঘুড়ির মধ্যেই রয়েছে মোদী-ঘুড়ি। দোকানে ঝোলাতেই বিক্রি বাড়ছে। দোকানে মোদী ঘুড়ি কিনতে এসেছিলেন স্বপন পাল। তিনি বলছেন, “সবাই কিনছেন মোদী ঘুড়ি। তবে বেশি পাওয়া যাচ্ছে না। চাহিদা খুবই রয়েছে।”