এই পুকুরেই ফেলা হয়েছিল খুনে ব্যবহৃত অস্ত্র।
শেষ আপডেট: 4th March 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কুমোরটুলি তথা মধ্যমগ্রাম কাণ্ডে সোমবারই বড় তথ্য পুলিশের হাতে এসেছিল। জানা গিয়েছিল, পিসি শাশুড়ি সুমিতা ঘোষ খুনে একটি নয়, দুটি ট্রলি ব্যবহার করা হয়েছে।
এবার ধৃতদের জেরা করে মধ্যমগ্রামে তাদের বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবুরি নামিয়ে খুনে ব্যবহৃত বটি এবং হাতুড়়ি উদ্ধার করল পুলিশ। কীভাবে সেদিন পিসি শাশুড়িকে খুন করা হয়েছিল, ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে এদিন সকালে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।
তবে যে ছুরি দিয়ে সুমিতাদেবীর দেহ টুকরো টুকরো করা হয়েছিল, তা এখনও উদ্ধার হয়নি। ছুরির খোঁজে ফের পুকুরে নামানো হয়েছে ডুবুরিদের।
গঙ্গায় ট্রলি বন্দি দেহ ভাসাতে এসে গত সপ্তাহে কুমোরটুলি ঘাটে স্থানীয়দের হাতে ধরা পড়ে গিয়েছিল মা-মেয়ে। তদন্তর সূত্র ধরে পুলিশের হাতে উঠে আসে আরও একটি ট্রলির তথ্য! পুলিশ সূত্রের দাবি, জেরায় ফাল্গুনী ঘোষ (মা) এবং আরতি ঘোষ (মেয়ে) জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্রগুলি লোপাট করার জন্য সেদিন আরও একটি ছোট ট্রলি ব্যাগ ব্যবহার করেছিল তারা।
পুলিশকে জেরায় তারা জানিয়েছে, খুনে ব্যবহৃত ধারাল অস্ত্রগুলি ওই ট্রলিতে ভরা হয়েছিল। ওই ট্রলি কোথায় রয়েছে তা জানতে মঙ্গলবার ধৃতদের নিয়ে মধ্যমগ্রাম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লীতে পৌঁছয় পুলিশ। গত আড়াই বছর ধরে এখানেই ভাড়া রয়েছেন মা-মেয়ে। তাদেরকে দিয়ে পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।
এরপরই মা-মেয়ের দেওয়া বয়ানের ভিত্তিতে পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত বটি ও হাতুড়ি। তবে যে ছুরি দিয়ে দেহ কাটা হয়েছিল, সেটির হদিস এখনও মেলেনি। ছুরির খোঁজে ডুবুরি দিয়ে ফের তল্লাশি চালানো হচ্ছে।