অমিতাভ মালিক ও বিমল গুরুং। নিজস্ব চিত্র
শেষ আপডেট: 30th January 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে।
২০১৭ সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুং-এর নেতৃত্বে উত্তপ্ত হয়েছিল পাহাড়। গোপন সূত্রে খবর পেয়ে বিমল গুরুংকে পাকড়াও করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দার্জিলিং সদর থানা এলাকার এক গোপন ডেরায় হানা দেয় পুলিশ। তারপরই শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ আধিকারিক অমিতাভ মালিক। শুরু হয় পুলিশি তদন্ত।
পরিবর্তীকালে ঘটনার তদন্তভার যায় সিআইডি-র কাছে। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। সেই মামলাতেই আজ জামিন পেলেন বিমল।
২০১৭ সালের ৮ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘিরে পাহাড়ে অশান্তির সূত্রপাত। সেদিন মোর্চা সমর্থক তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জিটিএ-র প্রশাসন দফতর ভানুভবন লাগোয়া এলাকা। ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছিল রাজ্য।
কেবল মোর্চা সুপ্রিমোই নন, দীপেন মালে, প্রবীণ সুব্বা-সহ ২০ মোর্চা নেতাকে রাষ্ট্রদোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। মামলা দায়ের করা হয় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে।
স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে স্ত্রী বিউটি মালিকের কান্না চোখে জল এনেছিল গোটা বাংলার। সেই বিউটি মালিকের হাতেই তাঁর স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।