শেষ আপডেট: 16th March 2023 04:19
দ্য ওয়াল ব্যুরো: লন্ডন সফরে রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেছেন, ভারতের সংসদে পর্যন্ত বিরোধীদের মুখ খুলতে দেওয়া হয় না। তাঁদের মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুলের এই মন্তব্য ঘিরে বিজেপি ও কংগ্রেসের বিবাদে গত তিনদিন সংসদ অধিবেশন পণ্ড হয়েছে।
তবে রাহুল ইস্যুতে বিজেপি বনাম কংগ্রেসের বিবাদ নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) চুপ। কিন্তু কংগ্রেস নেতার সুরেই সরব হয়েছেন জোড়াফুলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কৃষ্ণনগরের সাংসদ টুইটে গুরুতর অভিযোগ করেছেন লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লার বিরুদ্ধে। মহুয়ার বক্তব্য, ‘বিড়লা শুধু বিজেপির সাংসদদের বলার সুযোগ দেন। বিরোধীদের বলার সুযোগ দেন না। ভারতে গণতন্ত্র আক্রান্ত।’ কৃষ্ণনগরের সাংসদ বলেছেন, ‘এই বক্তব্যের জন্য যদি জেলে যেতে হয় যাব।’
রাহুলকে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে বলে বিজেপি-সহ গোটা গেরুয়া শিবির সরব হয়েছে। বিজেপির সমর্থনে মুখ খুলেছে আরএসএস-ও। তারাও মনে করে, রাহুল দেশের অসম্মান করেছেন। এখন দেখার মহুয়ার বিরুদ্ধে শাসক দল কী ভূমিকা নেয়।
সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় থাকছে না বলে মহুয়া অনেক দিন ধরেই সরব। সর্বশেষ টুইটের বক্তব্যের সঙ্গে রাহুলের অভিযোগের কার্যত হুবহু মিল থাকায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে জোড়াফুলের এই সাংসদকে নিয়ে। বিশেষ করে রাহুল বিতর্কেই শুধু নয়, সংসদে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না বলে গোটা বিরোধী পক্ষই সরব। কিন্তু এ নিয়ে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে অনুষ্ঠিত ১৮টি বিরোধী দলের কোনও বৈঠকেই তৃণমূল থাকছে না। আদানি ইস্যুতেও তারা ‘একলা চলো’ নীতি নিয়ে আলাদা করে ধর্না, বিক্ষোভ করছে সংসদ চত্বরে।
রাহুল সম্প্রতি আদানি বিতর্কে একটি বিদেশি বিনিয়োগকারী কোম্পানির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মহুয়া আর একটি টুইটে সেই কোম্পানির সঙ্গে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এদের অস্কারের ছুপা রুস্তম ক্যাটাগরি সম্মান প্রাপ্য।
ঝড়বৃষ্টিতে বিদ্যুৎহীন, 'এক ডাকে অভিষেক'-এ একটা ফোনেই আলো ফিরছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়