Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তি

Madhyapradesh: মেয়ের ধর্ষককে আঁশবটি দিয়ে কোপালেন বাবা ও মামা! কাটলেন মাথা, টুকরো ভাসালেন জলে

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের ধর্ষককে নৃশংসভাবে খুন করল বাবা ও মামা। বঁটি দিয়ে ধর্ষকের মাথা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ (Madhyapradesh)। আরও পড়ুন: পোড়া গোয়াল থেকে তারস্বরে ডাকছে ঝলসানো গ

Madhyapradesh: মেয়ের ধর্ষককে আঁশবটি দিয়ে কোপালেন বাবা ও মামা! কাটলেন মাথা, টুকরো ভাসালেন জলে

শেষ আপডেট: 29 March 2022 01:59

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের ধর্ষককে নৃশংসভাবে খুন করল বাবা ও মামা। বঁটি দিয়ে ধর্ষকের মাথা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ (Madhyapradesh)।

আরও পড়ুন: পোড়া গোয়াল থেকে তারস্বরে ডাকছে ঝলসানো গরু! অগ্নিকাণ্ডর ৭ দিন পরেও বগটুইয়ে বিভীষিকা

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। সোমবার সেখানকার একটি নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। দেহে মুন্ডু ছিল না। মুন্ডুকাটা সেই দেহ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে মৃতের নাম ত্রিলোকচাঁদ (৫৫)। খান্ডোয়াতেই থাকত সে। তার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই শাস্তিই ত্রিলোকচাঁদকে দিয়েছেন মেয়েটির বাবা আর মামা।

পুলিশ জানিয়েছে, শনিবার ত্রিলোকচাঁদকে নদীর তিরে নিয়ে যান দুজন। সেখানে মেয়ের ধর্ষকের মাথা কেটে নেন তাঁরা। দেহ টুকরো করে ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। মাছ কাঁটার বঁটি দিয়ে এই কাজ করা হয়েছে বলে অনুমান করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।


ভিডিও স্টোরি