শেষ আপডেট: 30th March 2022 06:44
দ্য ওয়াল ব্যুরো: মিড-ডে মিলের খাবার খেয়ে ক্লাসে এসে বসেছিল পড়ুয়ারা। তারপর খানিকক্ষণ যেতে না যেতেই অসুস্থ হতে শুরু করে একে একে। কারও বমি, কারও পেটের সমস্যা। ঘণ্টা খানেকের মধ্যে সংখ্যাটা পৌঁছে যায় ষাটের কাছাকাছি। যে ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) শিক্ষা মহলে।
আরও পড়ুন: জলপাইগুড়ির স্বাস্থ্যভবনে আগুন, কালো ধোঁয়ায় ভরে গেছে চারপাশ
মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার সামনাপুরের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার। স্কুলের তরফে বলা হয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তেমন ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে রয়েছে।
এক পড়ুয়া সংবাদমাধ্যমে জানিয়েছে, মিড ডে মিলের ডালে মরা টিকটিকি ভাসতে দেখেছিল সে। অনেকের অনুমাণ, ওই টিকটিকিটিকে ফেলে দিয়ে ডাল খাওয়ানো হয়েছিল। যার ফলে বিষক্রিয়া হয়েছে।
মধ্যপ্রদেশের শিক্ষা দফতর জানিয়েছে, গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই স্কুলের প্রধান শিকক্ষ-সহ তিনজনকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে।
২০০৭ সালে বর্ধমানের রায়নায় একই ঘটনা ঘটেছিল। সেখানে মরা টিকটিকির ডাল খেয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়েছিল।