Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Madhyamik Exam 2024

মাধ্যমিকের জন্য বিশেষ পরিকল্পনা রেলের, বাড়ছে একাধিক ট্রেনের স্টপেজ

মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ২১ টি ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হল।

মাধ্যমিকের জন্য বিশেষ পরিকল্পনা রেলের, বাড়ছে একাধিক ট্রেনের স্টপেজ

শেষ আপডেট: 30 January 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছে কয়েক লক্ষ পরীক্ষার্থী। সকাল ৯টা ৪৫ থেকে দুপুর একটা পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে ২১ টি ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হল।

আজকাল শনি-রবিবার এলেই রেলযাত্রীদের চিন্তা বাড়তে থাকে। বিগত কয়েক মাস ধরে কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য সপ্তাহান্তে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়। ফলে  হাওড়া, শিয়ালদহ শাখায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সেই পরিস্থিতিতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল রেল।

মঙ্গলবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, সকাল ৮টা থেকে বেলা ৯টা ৪৫ পর্যন্ত শিয়ালদহ বিভাগে অতিরিক্ত এই পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ ডিভিশনের একাধিক প্যাসেঞ্জার ও ইএমইউ ট্রেনের স্টপেজ বাড়ানো হবে। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে নির্দিষ্ট কিছু ট্রেন কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে।

এক নজরে দেখে নেওয়া যাক সেই ট্রেনগুলির তালিকা

৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন: সকাল ৮ টা ২২ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
 ৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন: পলতা (সকাল ৮ টা ২২ মিনিট), জগদ্দল (সকাল ৮ টা ২৯ মিনিট) এবং কাঁকিনাড়ায় (সকাল ৮ টা ৪২ মিনিট) দাঁড়াবে।
৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল ট্রেন: জগদ্দল এবং কাঁকিনাড়ায় দাঁড়াবে।
৩৩৮১৯ শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন: বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে। 
৩৩৩৬৩ বারাসত-বনগাঁ লোকাল ট্রেন: সংহতি হল্ট এবং বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে। 
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন: জালালখালি স্টেশনে দাঁড়াবে।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
৩১৭৬৯ রানাঘাট-লালগোলা: জালালখালি স্টেশনে দাঁড়াবে।

৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন: জগদ্দল স্টেশনে দাঁড়াবে।

৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন: জালালখালি স্টেশনে দাঁড়াবে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা মেমু স্পেশাল: কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় স্টপেজ দেবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: জগদ্দল এবং পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮০২ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা মাতৃভূমি লোকাল ট্রেন: জালালখালি স্টেশনে দাঁড়াবে।
৩১৯১৬ গেদে-শিয়ালদা লোকাল ট্রেন: কাঁকিনাড়া এবং জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
৩১৮২০ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: জগদ্দল এবং পলতা স্টেশনে দাঁড়াবে।
লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে দাঁড়াবে।
৩৩৩৬২ বনগাঁ-বারাসত লোকাল ট্রেন: বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।
৩১৮২৪ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: জালালখালি স্টেশনে দাঁড়াবে।
 ০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল: পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে দাঁড়াবে।
৩৩৮৩৬ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন: বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

৩১৮২৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: জালালখালি স্টেশনে দাঁড়াবে।


ভিডিও স্টোরি