শেষ আপডেট: 7th November 2021 02:12
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি বলে কথা! এই উৎসবে আনন্দটাও হয় মাত্রাছাড়া। আর তাই কর্তব্য ভুলে হাসপাতালে (Hospital) রোগীদের ফেলে রেখে হুল্লোড়ে মেতেছিলেন কর্মীরা। ফল হল মারাত্মক। অবহেলায় হাসপাতালের ওয়ার্ডে কাতরাতে কাতরাতে মৃত্যু হল প্রসূতির। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের সাগর জেলায়। সেখানেই এক সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি। সদ্য সন্তান জন্মও দিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, তারপর তাঁর চিকিৎসায় অবহেলা করা হয়। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা। এই ঘটনায় পদক্ষেপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একজন নার্সকে সাসপেন্ড করা হয়েছে। এক ডাক্তারকে ধরানো হয়েছে শো-কজ নোটিসও। এছাড়া ওই নির্দিষ্ট ওয়ার্ডে দায়িত্বে থাকা কয়েকজন জুনিয়র ডাক্তারকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ, রোগীদের বেডে ফেলে রেখেই হাসপাতালের কর্মীরা দীপাবলি পালন করতে গিয়েছিলেন। তার একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মৃতের স্বামী এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন লিখিতভাবে। তাঁর বক্তব্য, তাঁর স্ত্রীর ডেলিভারি হয়ে যাওয়ার পর আর তেমন গুরুত্ব সহকারে তাঁকে দেখা হয়নি। একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই নাকি কাতরাতে কাতরাতে মৃত্যু হয় ওই মহিলার। মৃতের স্বামীর অভিযোগ, অবহেলায় ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাই এই মৃত্যু।