শেষ আপডেট: 14th September 2023 03:30
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা ছাত্রীকে (Minor Student) শ্লীলতাহানির দায়ে একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষককে (Teacher) নগ্ন করে মারধর করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে। সেখানে একদম তুকোগঞ্জ থানার কাছেই ঘটনাটি ঘটে। রাস্তায় ওই শিক্ষককে ধরতে পেরে প্রথমে টেনে হিঁচড়ে তাঁর জামা-প্যান্ট খুলে দেওয়া হয়। এরপর নগ্ন করে বেধড়ক মারে সবাই মিলে। শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
তুকোগঞ্জ থানার ইনচার্জ জিতেন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, “স্থানীয় একটি কোচিং সেন্টারে ওই নাবালিকাটি নেটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিবেক নামের ওই ইন্সটিটিউটেরই একজন শিক্ষক সেই ছাত্রীকে স্থানীয় একটি ক্যাফেতে ডেকে পাঠান। অশ্লীল আচরণ করেন। শুধু তাই নয়, শৈলেন্দ্র নামের অন্য এক শিক্ষকও ওই নাবালিকাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এই কথা ওই নাবালিকা বাড়ি গিয়ে জানাতেই অভিযুক্ত শিক্ষককে ধরে বেদম মারে সবাই মিলে।
ঘটনার পর ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৪ ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে শুধু অভিযুক্ত শিক্ষকই নয়, যারা রাস্তায় তাঁকে নগ্ন করে মারধর করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তুকোগঞ্জ থানার ইনচার্জ জিতেন্দ্র যাদব। আপাতত রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে।
নিপা আতঙ্কে কেরলে ‘কনটেইনমেন্ট জোন’, বাঁশের বেড়ায় ঘেরা হচ্ছে এলাকা