শেষ আপডেট: 13th July 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: মতুয়া গড়ে তৃণমূলের কামব্যাক। বাগদা বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল। ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। তাঁর বয়স ২৫ বছর। প্রথমবার ভোটের ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন তিনি। ৩৩ হাজার ৬৬৪ ভোটে জয়ী হয়ে ১৩ বছর পর বাগদা কেন্দ্রে ফিরল তৃণমূল।
উত্তর ২৪ পরগনার বাগদা মতুয়াগড় হিসেবেই পরিচিত। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। শুধু গত বিধানসভাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও বাগদায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। তাই পিছিয়ে পড়া এই আসন নিজেদের দখলে নেওয়াটাই চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই প্রার্থী নির্বাচনে বিশেষ নজর দেয় ঘাসফুল শিবির।
তৃণমূলে যোগ দেওয়ার পর বিশ্বজিৎ দাস লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান তিনি। তাই উপনির্বাচনে তাঁকে বাগদা কেন্দ্রে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত অবশ্য প্রার্থী তালিকায় চমক আনে ঘাসফুল শিবির। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে বেছে নেয় দল। একেবারে নতুন মুখকে সামনে রেখে বাগদা বিধানসভার লড়াইয়ে নেমেছিল শাসক দল। সাফল্য এল সেই লড়াইয়ে।
বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারের ভোটেও জয়ী হয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। মতুয়া ভোটের একটা বড় অংশ পেয়েই তিনি জয়ী হয়েছেন। এই ভোট তৃণমূলের দিকে ঘুরবে কিনা তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। কিন্তু শেষ হাসি হাসলেন পদ্ম শিবিরের সাংসদ শান্তনুরই তুতো বোন ঘাসফুল শিবিরের মধুপর্ণা। দীর্ঘদিন বাদে মতুয়া গড় ফিরে পেয়ে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। মানুষ পাশে রয়েছেন, তাই জয়। জানালেন সর্বকনিষ্ঠ বিধায়ক।