শেষ আপডেট: 13th November 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: খোদ প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার গুরুতর অভিযোগ উঠল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে।
অভিযোগ, বুধবার দুপুরে মাদারিহাটের একটি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট দিয়েছেন মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার। খবর পেয়ে প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, ওই বিজেপি প্রার্থীকে আটকে রাখা হয়েছে।
অন্যদিকে হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়ায় হব্বতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্য়ালয়ে। প্রতিবাদে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ।
অন্যদিকে এদিন সকালে সিতাইয়ে ইভিএম-এ বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে মেদিনীপুর-সহ বাকি ৪টি কেন্দ্র থেকেও। তবে এ ব্যাপারে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
এদিকে কমিশনের হিসেব অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪৫.৫৯ শতাংশ। উপ নির্বাচনের নিরিখে যা যথেষ্ট ভাল বলেই মত পর্যবেক্ষকদের। ভোটগ্রহণ চলছে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে।