শেষ আপডেট: 6th March 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ে এবার বামপন্থীদের বড় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের 'কালারফুল বয়' মদন মিত্র (Madan Mitra)।
দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কামারহাটির বিধায়ক বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের নেতা, কর্মীরা চুপ করে রয়েছেন। কিন্তু নকশাল এসএফআই, সিপিএম, কংগ্রেস- যাদবপুরে সব এক হয়ে যেভাবে বিপজ্জনক রাজনৈতিক খেলা খেলছেন তাতে তো এরপর দলের কর্মীদের আটকে রাখা যাবে না।
মদনের সাফ কথা, "ওরা আমাদের বলছে যাদবপুরে পা রেখে দেখাতে। ওদেরকে মারলে তো খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া ওরা তো বিভিন্ন এলাকায় বাড়িতে থাকেন। যা করছেন, এরপর সেই এলাকায় নিজের বাড়িতে পা ফেলতে পারবেন তো!"
গত শনিবার থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া। পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল।
ঘটনায় আগেই বামেদের ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। এদিন এ বিষয়ে মুখ খুলছেনে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। রাজের কথায়, "২ মিনিট সময় লাগবে! আমাদের পার্টির লোকেরাও উগ্র হতে পারে!"
এবার যাদবপুর প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া মদনেরও। বামেদের 'অতি বাড় বেড়ো না', পরামর্শ দিয়ে মদন এও বলেন, "তৃণমূল মানে তো একটা সমুদ্র। ঢেউয়ের পর ঢেউ। এই ঢেউকে বামপন্থীরা যেভাবে খ্যাপাচ্ছেন এর পর হাতে পায়ে ধরে তৃণমূলের ঝাণ্ডা ধরা ছাড়া ওদের আর কোনও উপায় থাকবে না!"
তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের 'কালারফুল বয়' এও বলেছেন, "যা পরিস্থিতি হচ্ছে তাতে মনে হয় এবার একটা নতুন সিনেমা হবে। সত্যজিৎ রায়ের ফেলুদা কাণ্ডে যত কাণ্ড কাঠমান্ডু থেকে এবার হবে যত কাণ্ড যাদবপুরে! যেখানে একদল উস্কানি দেয়, একদল মারে!"
সিপিএমকে কটাক্ষ করে মদন এও বলেছেন, "যাদবপুরের ভেতরে পা রাখার চ্যালেঞ্জ কারা করছে? ৮ জুলাই বিধানসভায় জ্যোতিবাবুর গলায় মালা দেওয়ার জন্য একটা লোকও তাদের নেই। মালাটাও আমাদের দিতে হয়।"