শেষ আপডেট: 7th November 2021 05:33
মা ফ্লাইওভার থেকে মরণঝাঁপ যুবকের, সঙ্গে ছিল সরকারি লোগো লাগানো গাড়ি
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে মা উড়ালপুল (maa flyover) থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি! পুলিশ জানিয়েছে, রাজ্য সরকারের লোগো লাগানো গাড়ি ব্রিজে রেখে, গড়িয়ামুখী লেন থেকে সটান নীচে ঝাঁপ দেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের কাছ থেকে তাঁর আই-কার্ড পাওয়া গেলেও, পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে ঝাঁপ, সরকারি লোগো লাগানো গাড়ি কোথা থেকে এল-- এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।