শেষ আপডেট: 4th April 2022 01:38
মা ফ্লাইওভারের রূপবদল হচ্ছে, রাতে সাড়ে ছ'ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলেই আয়োজিত হতে চলেছে বাংলার শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আগামী ২০ ও ২১ এপ্রিল এই সম্মেলন হবে। তার আগে শহরজুড়ে সাজো সাজো রব। শহরের (Kolkata) অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল মা ফ্লাইওভারকেও (Maa Flyover) শিল্প সম্মেলনের আগে সাজিয়ে তোলা হবে নতুন রূপে। শুরু হয়ে গেল তার তোড়জোড়।
আরও পড়ুন: আলিয়া কাণ্ডে ধৃত গিয়াসুদ্দিনের বাবা বলছেন, ‘ছেলে নির্দোষ’!
সূত্রের খবর, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে নতুন করে রঙ করা হবে মা ফ্লাইওভার। তাই ১৯ দিন ওই ফ্লাইওভার বন্ধ থাকতে পারে রাতের দিকে। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত মা ফ্লাইওভার দিয়ে কোনও যান চলাচল করতে পারবে না ১৯ দিনের জন্য, এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা।

জানা যাচ্ছে, মা ফ্লাইওভার নতুন করে রঙ করা হবে। তবে নতুন রঙয়ে নতুন কোনও রূপ পাবে না এই উড়ালপুল। নীল সাদা রঙই থাকবে। পুরনো রঙের উপরেই নতুন করে প্রলেপ দিয়ে আরও ঝকঝকে তকতকে করে তোলা হবে দেশের চতুর্থ দীর্ঘতম এই উড়ালপুলটিকে।

বাম আমলে মা ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়েছিল। তখন এর নাম দেওয়া হয়েছিল ‘পরমা ফ্লাইওভার’। পরে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এর নতুন নামকরণ করা হয় ‘মা’। ৪৬০ কোটি টাকা খরচ করে ২০১৫ সালে এ উড়ালপুলের নির্মাণকাজ সম্পন্ন হয়। সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলটিকে শহরের পরিবহণের প্রাণকেন্দ্র বলা চলে। দিনভর বহু যান এই ফ্লাইওভার দিয়ে চলাচল করে। পার্ক সার্কাস থেকে বাইপাস পর্যন্ত সংযোগকারী মা ফ্লাইওভারে রাত ১০টার পর দু’চাকার গাড়ি উঠতে দেওয়া হয় না। তবে আগামী ১৯ দিন সব ধরনের গাড়িই রাতে সাড়ে ১১টার পর থেকে এখানে নিষিদ্ধ থাকবে।

লালবাজারের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, রোজ রাতে নির্দিষ্ট সময়ের পর থেকে মা ফ্লাইওভার রং করার কাজ চলবে। ভোর ৬টার পর ফ্লাইওভার আবার স্বাভাবিক করে দেওয়া হবে, যাতে সারাদিনের যান চলাচলে কোনও প্রভাব না পড়ে। এছাড়া সরকারি গাইডলাইন অনুযায়ী সামাজিক দূরত্ববিধি, স্বাস্থ্য বিষয়ক সমস্ত সতর্কতাও মানতে হবে বাধ্যতামূলকভাবে। কাজ চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা ফ্লাইওভারে না ঘটে তার জন্য উপযুক্ত সাইনবোর্ড বসাতে বলা হয়েছে।