শেষ আপডেট: 18th April 2022 06:58
মা উড়ালপুলে আগুন! অফিস টাইমে তীব্র যানজটে আটকে যাত্রীরা
দ্য ওয়াল ব্যুরো: সোমবার, সপ্তাহের শুরুর দিনেই মা উড়ালপুলে (Maa Flyover) ওপর যানজটে নাজেহাল শহরবাসী। কারণ? মা উড়ালপুলে আগুন জ্বলতে দেখা যায় তার জেরেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় উড়ালপুলের ওপর যান চলাচল। সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ব্রিজের ওপরই।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টা নাগাদ। জানা গেছে, উড়ালপুলের ওপরে পড়ে থাকা এক আবর্জনা স্তূপে আগুন লেগে যায়। ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়ায়। একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে উড়ালপুলের ওপরে।
দমকল সূত্রে খবর, প্রায় ঘন্টা খানেক ওই আবর্জনা স্তূপের ওপর আগুন জ্বলে। তবে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। কেন আগুন লাগল বা উড়ালপুলের ওপর আবর্জনার স্তূপই বা এল কোথা থেকে সেই প্রশ্নের উত্তর মেলেনি।
ব্যস্ত সময়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যানজটের কারণে অফিস টাইমে এই বিপত্তি ঘটায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেক যাত্রীই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশেরা। তাঁদের দেখেই ক্ষোভ দেখান যাত্রীরা।
কাঠফাটা গরমে ধুঁকছে কলকাতা, বৃষ্টির খবরে কী শোনাল হাওয়া অফিস