শেষ আপডেট: 22nd September 2023 13:00
দ্য ওয়াল ব্যুরো: স্পেনের পর বাংলায় বিনিয়োগ আনতে দুবাইয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেখানেই বহুজাতিক সংস্থা লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মমতা জানালেন, নিউটাউনে শপিংমল খুলতে পারে লুলু গোষ্ঠী (Lulu Group)। এছাড়াও তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আউটলেটগুলিতে বিশ্ববাংলার পণ্য বিক্রি হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানান, লুলু গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সঙ্গে বৈঠক বাংলার উন্নতির জন্য খুবই আশাব্যঞ্জক। এই বৈঠকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল লুলু গোষ্ঠী নিউটাউনে একটি বিশ্বমানের শপিংমল খুলতে পারে। এছাড়াও লুলু গ্রুপের আউলেটগুলিতে বিশ্ববাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।
শুধু তাই নয়, আরও কয়েকটি ক্ষেত্রেও লুলু গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লুলু গোষ্ঠী।
মমতা সোশ্যাল মিডিয়ার পোস্টে আরও লেখেন, 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। সেখানে আমরা আমাদের সহযোগিতাকে আরও দৃঢ় করতে পারি।'.
লুলুর কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের( Yusuff Ali Musaliam Veettil Abdul Kader) এর জন্ম আসলে কেরলের ত্রিশূরে। তার পর পড়াশুনা শেষ করে চলে যান দুবাইতে। লুলু গ্রুপ আসলে তৈরি করেছিলেন তাঁর কাকা এম কে আবদ্দুলাহ। ইউসুফ সেই ব্যবসাকেই আরও বাড়িয়েছেন। তৈরি করেছেন লুলুর রিটেল ব্যবসা—লুলু হাইপারমার্কেট। সেই সঙ্গে রফতানি বাণিজ্যও শুরু করেছেন তিনি। এ ছাড়াও হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে লুলুর।
ভারতে ইতিমধ্যে লুলু বিনিয়োগ করেছেন। লখনউতে একটি বিশাল শপিং মল বানিয়েছে লুলু। সেটিকে বলা হয় লুলু মল। এজন্য লুলু ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে কোচিতেও একটি শপিং মল বানিয়েছে লুলু। এ ছাড়া ভারতে তাদের দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। একটি রয়েছে মহারাষ্ট্রে, অন্যটি উত্তরপ্রদেশে। এবার বাংলায় খুলতে চলেছে লুলু গোষ্ঠীর শপিংমল।
আরও পড়ুন: অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি জামিন পেলেন, গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল ইডি