শেষ আপডেট: 18th May 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তাপপ্রবাহে জ্বলেছে গোটা বাংলা। তারপর বৃষ্টিতে একটু স্বস্তির নিশ্বাস নিয়েছিল বঙ্গবাসী। কিন্তু গত কয়েকদিন ধরে ফের উত্তর-দক্ষিণে ভ্যাপসা গরম শুরু হয়েছে। আর এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। এরপর সেটি আগামী শুক্রবার ২৪ মে মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও মৌসুম ভবনের তরফে খুব বেশি তথ্য জানানো হয়নি।
এদিকে আজ শনিবার ও রবিবার বাংলা জুড়ে গরমের অস্বস্তি চলবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে। আজ সন্ধের দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ পার্বত্য এলাকার পাঁচ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও
রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি শুরু হবে। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তরবঙ্গের সব জেলাতেও।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমে অস্বস্তি হতে পারে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়াও হইতে পারে।
মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাতে বুধবার থেকে বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।