শেষ আপডেট: 22nd August 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে খবরের শিরোনামে আসেন অনেকেই। এবার নকল লটারির টিকিট নিয়ে গিয়ে পুরস্কারে দাবি করে জনতার হাতে গণধোলাই খেল দুই যুবক!
বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মতিগঞ্জ মোড়ের একটি লটারির দোকানে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে আটক করেছে। ধৃতদের জেরা করে জাল লটারির টিকিট চক্রের হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন মতিগঞ্জ মোড়ের একটি লটারির দোকানে এক যুবক এসে পুরস্কার জিতেছেন বলে দাবি করেন। দোকানদার তাঁর টিকিট নম্বর মিলিয়ে দেখার সময় হাজির হয় আরও এক যুবক। সে দাবি করে, তাঁর টিকিটে লটারি লেগেছে। দোকানদার দেখেন, দুটি টিকিটের নম্বরই এক!
দোকানদার তাদেরকে দোকানে বসিয়ে পাশা্পাশি ব্যবসায়ীদের খবর দেন। এরপরই জাল লটারির টিকিট নিয়ে আসার অভিযোগে ওই দুই যুবককে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে গিয়েছে।
বনগাঁর লটারি টিকিট বিক্রেতারা পুলিশকে জানিয়েছে, এই প্রথম নয়, এর আগেও জাল লটারির টিকিট নিয়ে এসে একাধিক যুবক পুরস্কার নিয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, বনগাঁ জুড়ে জাল লটারির চক্র কাজ করছে। পুলিশ যথাযথভাবে তদন্ত করে ওই চক্রকে খুঁজে বের করুক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।