শেষ আপডেট: 13th February 2025 22:17
দ্য ওয়াল ব্যুরো: কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিলেন বাংলার মহিলা। অভিযোগ, সাহায্য করেনি যোগীর পুলিশ। শেষমেশ কংগ্রেস নেতার সহায়তায় স্বামীর কাছে ফিরলেন মুর্শিদাবাদের গৃহবধূ। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কংগ্রেস নেতাকে ধন্যবাদজ্ঞাপন বিজেপির।
কুম্ভস্নানে গিয়েছেন জলপাইগুড়ির যুব কংগ্রেস নেতা নব্যেন্দু মৌলিক। বুধবার দুপুরে স্নান সেরে তিনি নিজেদের তাঁবুতে বসেছিলেন। হঠাৎ এক বাঙালি মহিলা তাদের কাছে আসেন। জানতে চান "এখানে মুর্শিদাবাদের গাড়ি কোথায় আছে?"। কংগ্রেস নেতার বুঝতে অসুবিধা হয়নি মহিলা অমৃতকুম্ভের সন্ধানে এসে পরিবারের থেকে হারিয়ে গিয়েছেন।
কংগ্রেস নেতা ওই মহিলাকে প্রশ্ন করেন "আপনি কি হারিয়ে গিয়েছেন?" শুনেই হাউহাউ করে কান্না জুড়ে দেন ওই মহিলা। বলেন তাঁর নাম মিলন রানী সরকার। বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। স্বামীর সঙ্গে কুম্ভস্নানে এসেছিলেন। ভোর তিনটেয় পৌঁছান প্রয়াগরাজে। এরপর সঙ্গমঘাট পর্যন্ত হেঁটে যান। নদীতে ডুব দিয়ে দেখেন স্বামী নেই। এমনকি পরিচিত কাউকেই দেখতে পাচ্ছেন না। এরপর ভিজে গায়ে খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে বাড়ির লোকের খোঁজ করেন। পুলিশের কাছেও যান। কিন্তু কোনও সাহায্য পাননি। শেষমেশ বাঙালি দেখতে পেয়ে তাদের টেন্টে চলে আসেন।
কংগ্রেস নেতা নব্যেন্দু মৌলিক বলেন, উত্তরপ্রদেশ পুলিশ মহিলাকে কোনও সাহায্য করেনি। অপরদিকে মহিলার কোনও ফোন নেই। বাড়ির কারও ফোন নম্বর পর্যন্ত তাঁর কাছে নেই। সঙ্গে সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারিকে বিষয়টি জানান। উনি তড়িঘড়ি বিষয়টি জেলা প্রশাসনকে জানালে বিডিও জিয়াগঞ্জ দ্রুত যোগাযোগ করেন।"
তিনি বলেন "এরপর স্থানীয় পুলিশ ও বিডিওর পক্ষ থেকে স্বামীর ফোন নম্বর পাঠায়। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ভিড়ের মধ্যে স্ত্রীকে না পেয়ে বাড়ি ফিরে আসার জন্য বাসে করে অনেকদূর চলে এসেছেন। এরপর প্রশাসনের তরফে বাস ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে মাঝ রাস্তায় বাস থামান। হাজার হাজার গাড়ির যানজট পার করে মহিলাকে তাঁর স্বামীর কাছে পৌঁছে দেন।"
মিলনদেবী জানান, কুম্ভ মেলায় গিয়ে তিনি প্রচণ্ড বিপদের মুখে পড়ে গিয়েছিলেন। নব্যেন্দুবাবুর জন্যই আবার তাঁর স্বামীর কাছে ফিরতে পারলেন। স্বামী গৌড় চন্দ্র সরকার বলেন, "স্নান করতে নেমে আমার স্ত্রী হারিয়ে যান। আবার এখন ফিরে পেলাম।"
বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, "প্রতিদিন কয়েক কোটি মানুষ স্নান করছে। এত মানুষের মধ্যে মাঝেমধ্যে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায়। তবে ভাষার সমস্যার জন্য পুলিশ ওঁকে সাহায্য করতে পারেনি। তবে এইভাবে এগিয়ে আসার জন্য কংগ্রেস নেতাকে ধন্যবাদ।"