শেষ আপডেট: 26th September 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন’-এর ভারতের আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে। সম্প্রতি সেই স্পিকার সম্মেলনে লোকসভার স্পিকার ইঙ্গিত দিয়েছেন, পঞ্চায়েত পরিচালনায় কেন্দ্রীয় আইন আনা হতে পারে। সেই পরিকল্পনাও চলছে। আর এরই বিরুদ্ধে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন ‘এক দেশ এক নির্বাচন’-এর আদলে এবার পঞ্চায়েতকে সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
সম্মেলন শুরু হয়েছে সোমবার। সেখানে আগেই রাজ্যের 'অপরাজিতা' আইনের প্রসঙ্গ টেনে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিমান। বলেছিলেন, মুখ্যমন্ত্রী ‘অপরাজিতা’ আইন প্রণয়নের উদ্যোগ নেন। সেই মতো আইন পাশ করে তা রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনও তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সম্মতি পাওয়া যায়নি।
আর এবার বিধানসভার স্পিকার জানালেন, সম্প্রতি সেই সম্মেলনে লোকসভার স্পিকার পঞ্চায়েত পরিচালনায় কেন্দ্রীয় আইন আনার ইচ্ছা প্রকাশ করেছেন। যে আইনে পঞ্চায়েতগুলো পরিচালিত হবে। বিমান বলেছেন, 'যা অবস্থা দেখছি, এরপর বলবে বিধানসভাও পরিচালনা করব। এর আগেও লোকসভা বিধানসভা নিয়ে এরকম পরিকল্পনা করেছিল। তখন আমি বলেছিলাম, প্রধানমন্ত্রীর 'ওয়ান নেশন ওয়ান ভোট'-এর মতো পদক্ষেপ হয়ে যাচ্ছে'।
তাঁর কথায়, 'ওরা অ্যাপ্রুভাল দিলেই তো হবে না, আমাদের বিধানসভারও অ্যাপ্রুভাল লাগবে। আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি, অ্যামেন্ডমেন্ট করার জন্য ওদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেই সদস্যদের সাসপেন্ড করা শুরু করে দেবে। তারপর বিল পাশ করে দেবে।'
প্রসঙ্গত, এর আগে ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উল্লেখ করে ‘নারীর ক্ষমতায়ন’ নিয়ে রাজ্য সরকারের উন্নয়ন-ভাবনা ব্যাখ্যা করেছিলেন স্পিকার। জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অন্তত ২০টি বিলে প্রয়োজনীয় সম্মতি মেলেনি। যে কারণে রাজ্য সমস্যায় পড়েছে, সেই কথাও।