Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়ে
Loknath baba-Mamata Banerjee

লোকনাথ বাবা মক্কা মদিনাতেও গিয়েছিলেন, হিন্দু-মুসলিম ভেদাভেদ করতেন না: মমতা

লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তৃণমূলের তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "তৃণমূল মানুষে মানুষে ভেদাভেদ করে না, সকলকে ভালোবাসে। সকলকে নিয়েই আমরা ঘর করতে পারি, এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি।" 

লোকনাথ বাবা মক্কা মদিনাতেও গিয়েছিলেন, হিন্দু-মুসলিম ভেদাভেদ করতেন না: মমতা

শেষ আপডেট: 28 December 2023 18:53

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর নতুন মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে শুরু হয়েছিল মন্দিরের সংস্কারের কাজ। বৃহস্পতিবার সকালে সেখানে পূজো দিয়ে তারপর দেগঙ্গার কর্মী সভায় বক্তব্য রাখেন মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লোকনাথ ব্রহ্মচারীর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, বাবা লোকনাথ হিন্দু মুসলিম ভেদাভেদ করতেন না। এমনকী, তিনি নিজেও মক্কা - মদিনা গিয়েছিলেন! 

"এরাই হচ্ছে প্রাণের ঠাকুর। যাঁরা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গ করেন," চাকলার কর্মীসভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তৃণমূলের তরফে যেখানে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তোলা হয়, সেই জায়গায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকথা বলতে গিয়েই তাঁর দাবি, লোকনাথ বাবা হিন্দু মুসলিমে ভেদাভেদ করতেন না, তিনি মুসলমানদের পবিত্র স্থান মক্কা-মদিনাতেও ঘুরে এসেছেন। লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তৃণমূলের তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "তৃণমূল মানুষে মানুষে ভেদাভেদ করে না, সকলকে ভালোবাসে। সকলকে নিয়েই আমরা ঘর করতে পারি, এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি।" 

এদিন রাজ্যের আর কোথায় কী কী মন্দির তৈরি করে দেওয়া হয়েছে তার খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে শুরু করে তারাপীঠ, কঙ্কালীতলা, সমস্ত তীর্থস্থান সংস্কার করে দেওয়া হয়ছে। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য পাঁচ একর জমি বিনামূল্যে দিয়েছে তৃণমূল সরকার, সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ওঙ্কারনাথ মিশনের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করে গেট তৈরি করে দেওয়া হয়েছে, তারকেশ্বর, জল্পেশ, মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, তারকনাথ মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতা বিশিষ্ট জগন্নাথ মন্দিরে তৈরি করে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী, ফুরফুরা শরীফেও বহু কাজ করে দেওয়া হয়েছে যা আগে কেউ করেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে তিনি একথাও জানিয়েছেন, কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে ছেড়ে কথা বলা হবে না। "বিজেপির টাকা নিয়ে রাজনীতি করতে যাবেন না, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব," স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


ভিডিও স্টোরি