শেষ আপডেট: 14th January 2023 05:41
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় ( Lok Sabha) আচমকা কংগ্রেসের দু’জন এমপি (MP) কমে গেল। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে লোকসভায় হাত চিহ্নের এমপি’রা সংখ্যায় ছিলেন ৫৩জন। আজ থেকে তা কমে হল ৫১।
আজ কংগ্রেসে বড় অঘটন ঘটে যায় ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশে হাঁটতে হাঁটতেই আচমকা বুক চেপে বসে পড়েন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ চৌধুরী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আর লোকসভার সচিবালয় গত রাতে জানিয়েছে, কেন্দ্র শাসিত লাক্ষ্মাদ্বীপের (Lakshadweep) সাংসদ মহম্মদ ফয়সলের সাংসদ পদ খারিজ করা হয়েছে। তিনি আর লোকসভার অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন না। ফয়সল ২০১৯-এর লোরকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন।
তাঁর সদস্যপদ খারিজের কারণ, একটি খুনের চেষ্টার অভিযোগের মামলায় স্থানীয় আদালত কংগ্রেস এমপি ফয়সল-সহ চারজনকে অভিযুক্ত করেছে। তাঁদের দশ বছরের কারবাসের সাজা দিয়েছে আদালত। ১৯৫২ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮ নন্বর ধারা বলে সাংসদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের আগে পর্যন্ত নিম্ন আদালতে অভিযুক্ত হয়েও জনপ্রতিনিধি থাকা যেত উচ্চ আদালতে রায় খারিজের আর্জি জানিয়ে। কিন্তু ওই বছর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলে, সাজা ভোগের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা থাকতে পারে না। জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারাটির সংশোধন করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
সেই রায়ের কারণেই পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় রাঁচির নিম্ন আদালতে অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে চারটি পৃথক কেসে জেল খাটতে হয়েছে। প্রতিটি মামলাতেই তাঁকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে স্বাস্থ্যের কারণে। সংশ্লিষ্ট ধারায় বলা আছে, দু বছরের বেশি জেল হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কারাবাসের পর আরও ছয় বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না।
কংগ্রেসের লাক্ষ্মাদ্বীপের এমপি’কে দশ বছরের কারাবাসের সাজা দিয়েছে নিম্ন আদালত। উচ্চ আদালত ওই রায় বহাল রাখলে আগামী ১৬ বছর মহম্মদ ফয়সল নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
রাহুলের পাশে হাঁটতে হাঁটতে বুকে ব্যথা, ভারত জোড়ো যাত্রায় হার্ট অ্যাটাকে মৃত্যু কংগ্রেস সাংসদের