শেষ আপডেট: 13th May 2024 08:05
দ্য ওয়াল ব্যুরো: সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটপর্ব। দেশ জুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল-বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।
সকাল থেকে রাজ্যের আটটি ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। ভোটের আগের দিন রাত্রে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রানিগঞ্জে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা ও মারধরের অভিযোগ ওঠে। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকাল থেকেই তপ্ত বোলপুর লোকসভা কেন্দ্র। ইলামবাজার সংলগ্ন এলাকায় ভোটারদের বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একইভাবে সীতাপুর জুনিয়র বেসিক স্কুলে বিজেপির এজেন্টকে সরে যেতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।
পূর্ব বর্ধমানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে গেরুয়া শিবির।পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি এক্স হ্যান্ডলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙার মির্জাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ৮৫,৮৬ নং বুথে কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে, নদিয়ায় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় ১৬-১৭ নম্বর বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানোর ঘটনায় উত্তেজনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। থানারপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে, ভোটের ঠিক আগের রাতেই বাংলায় খুনের ঘটনা ঘটে। কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমার আঘাতে খুন হলেন এক তৃণমূল ব্যক্তি। রবিবার রাতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয় বলে অভিযোগ৷ ঘটনায় একজন জখম হয়েছেন।