শেষ আপডেট: 25th May 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: প্রচার পর্বে বরাবরই বাকুযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রার্থীকে। শনিবার ভোটের সকালেও সেই ধারা অব্যাহত রইল!
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়ছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সুজাতা তৃণমূলের প্রার্থী।
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হলেও সকাল থেকে বিষ্ণুপুরের কিছু এলাকা থেকে বিক্ষিপ্তভাবে গোলমালের খবর সামনে আসে। সঙ্গে সঙ্গে পদক্ষেপও করে কেন্দ্রীয় বাহিনী।
এসবের মাঝে সকাল সাড়ে ন'টা নাগাদ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দেখা যায় সারেশ্বর বাবার মন্দিরে। সৌমিত্র বলেন, "সারেশ্বর বাবা খুব জাগ্রত। তাই বাবার কাছে পুজো দিয়ে গেলাম। এবার তৃণমূলের সব রিগিং বন্ধ হয়ে যাবে।"
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মন্দিরে যাওয়ার খবর শুনে প্রতিক্রিয়া দিতে গিয়ে হেসে ফেলেন সুজাতা। তৃণমূল প্রার্থীর কথায়, "এবারে আর এসব করে লাভ হবে না। ওকে কেউ বাঁচাতে পারবে না। কারণ, বিষ্ণপুরের মানুষ এবারে ওকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।"
একই সঙ্গে সুজাতার দাবি, "বিজেপি প্রার্থীকে প্রতিপক্ষ হিসেবেই মনে করছি না। কারণ, গত ১০ বছরে সাংসদ হিসেবে উনি এলাকায় কোনও কাজই করেননি।"
যদিও সৌমিত্রর দাবি, বিষ্ণুপুরের মানুষ এবারেও তাঁকেই জয়ী করবেন। গত লোকসভা ভোটে সৌমিত্রর হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল সুজাতাকে। তারপরে অবশ্য বিষ্ণুপুরের রাজনীতিতে ঘটেছে বিস্তর বদল। বিবাহ বিচ্ছেদ ঘটেছে সৌমিত্র-সুজাতার। বাড়ির চারদেওয়াল ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন সুজাতা। এবার ভোটের ময়দানে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এখন দেখার আগামী পাঁচ বছরের জন্য জনতা কাকে বেছে নেন।