শেষ আপডেট: 11th May 2024 08:10
দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রচারে গিয়ে কর্মীদের প্রবল বিক্ষোভ দেখলেন হুগলির বিজেপি সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। যদিও ওই ভিডিওয়র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
শুক্রবার সপ্তগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন লকেট। সেখানে প্রচারে গিয়ে কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ আনেন কর্মীরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লকেট।
ভাইরাল ভিডিওয় এও দেখা যাচ্ছে, কর্মীদের শান্ত করতে লকেট বলছেন, ‘ভোটের মাঝে নিজেদের মধ্যে অশান্তি করো না। এই সময় চিৎকার, চেঁচামেচি করলে সেই ভিডিও বাইরে গেলে দলেরই ক্ষতি হবে!"
পরিস্থিতি স্বাভাবিক করতে না পেরে একটা সময় লকেটকে এও বলতে শোনা যায়, "কথা দিচ্ছি, ভোটটা মিটতে দাও, সব সমস্যার সমাধান করে দেব। এরপরও যদি মনে হয়, তাহলে দু’হাত তুলে ক্ষতি করো।"
ঘটনাকে ঘিরে অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি সভাপতি তুষার মজুমদার অবশ্য বলেন, ‘‘গোষ্ঠী রাজনীতির অভিযোগ ঠিক নয়। তবে দলের অভ্যন্তরীণ মিটিংয়ের ভিডিও বাইরে কী করে গেল, বুঝতে পারছি না।"
সুযোগ বুঝে আসরে নেমে পড়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘‘বিজেপির মধ্যেই তো গণতন্ত্র নেই। ওরা আবার মানুষের সেবা কী করে করবে!"
আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলিতে। দলীয় সূত্রের খবর, বুথ কমিটিকে জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে গোলমালের সূত্রপাত। ভোটের মুখে এভাবে কর্মী বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে গেরুয়া শিবির।