শেষ আপডেট: 7th March 2022 10:16
হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket chatterjee) নিয়ে বিজেপিতে সন্দেহ, সংশয় ক্রমশ বাড়ছে (Locket Bengal BJP)। চিন্তন বৈঠকে দলের রাজ্য নেতৃত্বকে পুরভোটে ব্যর্থতার জন্য তুলোধনার পর এই সাংসদ একান্তে বৈঠক করছেন সোমবার। অনেকেই মনে করছেন, রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে লকেটকে সামনে রেখে এগতে চাইছে।
বৈঠকে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি উপস্থিত ছিলেন। ছিলেন সায়ন্তন বসুও।
বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ সরকারিভাবে মুখ খোলেননি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দল নিয়ে কারও কিছু বলার থাকলে দলেই বলা উচিত।
[caption id="attachment_2441002" align="aligncenter" width="600"] করোনার দূরত্ববিধি যখন অনেকটাই উধাও তখন দিলীপ-লকেটের রাজনৈতিক দূরত্ব বাড়ছে[/caption]
সোমবার লকেট দলের চিন্তন বৈঠকে বলেন, পুরভোটে পরাজয়ের জন্য তৃণমূলের সন্ত্রাসকে অকারণে অজুহাত করা হচ্ছে। দল আসলে ঠিকঠাক।মোকাবিলা করতে পারছে না শাসক দলকে।
এর জবাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দ্য ওয়াল-কে পাল্টা বলেন, ঠাণ্ডাঘরে বসে জ্ঞান দিয়ে লাভ নেই। পথে নামুন, টের পাবেন সন্ত্রাস আছে কী নেই। এদিনের বৈঠক নিয়ে লকেটের প্রতিক্রিয়া মেলেনি। বেজে গিয়েছে জয়প্রকাশের ফোন।
ব্রিজ আছে ব্রিজের মতই, হুঁশ ফেরেনি বাসিন্দাদের