শেষ আপডেট: 6th April 2020 03:00
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয় বুঝি কোয়ারেন্টাইনে! নীচের তলার জানলায় হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে এক তরুণী, সম্ভবত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে সম্মান জানাতে বেরিয়ে এসেছেন। আর ওপর তলার জানলায় এক তরুণ। ওপর থেকে সেই তরুণ ওয়াইন ঢেলে দিলেন নীচে, নীচের তলার তরুণীর গ্লাস ভরে উঠল ওয়াইনে। মদিরার সঙ্গে মহব্বতও ভেসে এল কিনা তা নিশ্চিত ভাবে জানা না গেলেও, ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে শনিবারের এই ভিডিও। নেটিজেনরা বলছেন, ভালবাসা আসলে কোনও সীমানা মানে না। নীচের তলার মেয়েটির উচ্ছলতা, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের ভঙ্গি দেখে প্রেমে পড়ে যান ওপর তলার তরুণ। তার পরেই স্বতঃস্ফূর্ত ভাবে অফার করেন ওয়াইন। ততোধিক স্বতঃস্ফূর্ত ভাবে হাতের গ্লাসটা বাড়িয়ে দেন নীচের তরুণী। কায়দা করে নিয়ে নেন সবটুকু ওয়াইন। সম্ভবত নীচ থেকে রাস্তার পথচলতি কেউ ভিডিওটি তোলেন এবং তা পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ৫৫ হাজার লাইক হয়ে যায় ভিডিওটি। ৫০০ হাজার জন দেখে ফেলেছেন এই দৃশ্য। রিটুইট করেছেন সাড়ে ছ'হাজার জন।