শেষ আপডেট: 8th September 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাওয়া অনেকেরই অভ্যাস। প্রচন্ড ভীড় ট্রেনেও দরজায় দাঁড়িয়ে বিপজ্জনক ভাবে ঝুলতে ঝুলতে পাড়ি দেওয়া ভারতের লোকাল ট্রেনগুলির পরিচিত দৃশ্য। ইদানীং কালে লোকাল ট্রেনগুলিতে হামেশাই দেখা যায় ভীড় ট্রেন থেকে বিপজ্জনক ভাবে ঝুলে নানারকম স্টান্ট (stunt viral video) প্রদর্শন করছে কিশোর বা তরুণরা। ভাইরাল হওয়ার লোভেই বেশিরভাগ ক্ষেত্রে এমন কাণ্ড ঘটিয়ে বসেন এই যুবকরা।
সেখানে দেখা যাচ্ছে নীল রঙের জামা পরা এক যুবক ট্রেনের হাতল এক হাতে ধরে ঝুলছেন ট্রেনের কামরা থেকে। প্রায় পুরো শরীরটিই ট্রেনের বাইরে বের করে রেখেছেন তিনি। প্রসঙ্গত, এই ধরনের স্টান্টের ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে কোনও দুর্ঘটনা। সেই কারণেই এই ধরনের কায়দা প্রদর্শন করলেই রেল কর্তৃপক্ষের কাছে যদি খবর পৌঁছায় তবে গ্রেফতার হতে পারেন ভাইরাল হওয়ার লোভে বিপজ্জনক স্টান্ট প্রদর্শন করা এই যুবকরা।
https://twitter.com/Jaswant55804218/status/1699819545102626923?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699819545102626923%7Ctwgr%5Ea9b372c6b9933f844438506b312090f1f00248b3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2Fmumbai-man-performs-dangerous-stunts-on-local-train-police-responds-to-viral-video-new-8569025.html
তবে এই গ্রেফতারির খবর অনেকেরই জানা থাকে না। সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়ে বসেন এই যুবকরা। ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটারে পোস্ট করে আরপিএফকে মেনশন করেন নেটিজেনদের অনেকেই। কুরলা থেকে মানখুর্দ যাওয়ার ট্রেনে এই বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিলেন ওই যুবক। ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
প্রসঙ্গত, এই ধরনের স্টান্টের ফলে যে ঘটে যেতে পারে দুর্ঘটনা, তা ভাইরাল হওয়ার নেশায় প্রায়ই ভুলতে বসেন এই যুবকরা। সেই কারণে ইদানীং এমন দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে আগের তুলনায়, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এই ধরনের যুবকদের বিরুদ্ধে। প্রয়োজনে জরিমানা বা শাস্তির ব্যবস্থাও করবে রেল কর্তৃপক্ষ জানা গেছে রেল সূত্রে।
খুনের খবর করে 'ঘরছাড়া' সাংবাদিক! থানার আইসিকে আদালতে তলব, নিরাপত্তা সুনিশ্চিতের নির্দেশ