শেষ আপডেট: 23rd September 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক লিটন দাসের (Litton Das) প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে ম্যাচে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬তম ওভারে ঈশ সোধিকে মাঁকড়ীয় আউট করেছিলেন বাংলাদেশের বোলার হাসান মামুদ।
ঘটনাটি ঘটে হাসানের বোলিংয়ের সময় নন স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো সোধি ক্রিজে ছেড়ে বেরিয়ে যেতে তাঁকে রানআউট করে দেন। এই আউটের ধরণকে মাঁকড়ীয় আউট বলা হয়ে থাকে। এর আগে এমন আউট করে রবিচন্দ্রন অশ্বিন বিতর্ক সৃষ্টি করেছিলেন।
এবারও হাসান বেল তুলে নিলে আম্পায়ার আউটের নির্দেশ দেন। সোধি প্যাভিলিয়নে পথে হাঁটাও দিয়েছিলেন। সেইসময় বাংলাদেশের অধিনায়ক লিটন কথা বলেন সতীর্থ হাসানের সঙ্গে। এমনকী আম্পায়ারের সঙ্গে কথা বলে লিটন ফের মাঠে ফিরিয়ে আনেন কিউই ব্যাটারকে।
এই আউট ক্রিকেটের বিরোধী। এটি নিয়ে বিতর্ক রয়েছে। লিটন অবশ্য মহানুভবতার পরিচয় দিয়েছেন এ ক্ষেত্রে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।
সোধিও মাঠে ফিরে এসে জড়িয়ে ধরেন হাসানকে। এমনকী বাংলাদেশ দলনায়ক লিটনকেও ধন্যবাদ জানিয়েছেন। বড় বিষয় হল, সেইসময় সোধি ১৭ রানে ব্যাটিং করছিলেন। তারপর সোধি করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৫৪ রানের টার্গেট রাখে।