শেষ আপডেট: 30th August 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন লিটন দাস। বাংলাদেশের এই নামী তারকা প্রবল জ্বরে কাবু। তিনি দলের সহ অধিনায়কও ছিলেন। এই কেকেআর তারকার বদলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল খেলা এনামুল হক বিজয়কে (Liton Das ruled out of Asia Cup Anamul Haque replacement)।
জ্বর কিছুটা কমলেও লিটন পুরোপুরি সুস্থ নন। জ্বরের কারণে শারীরিকভাবে খুবই কমজোরি তিনি। সব মিলিয়ে এশিয়া কাপের মত একটি টুর্নামেন্ট খেলার মত অবস্থায় নেই তিনি।
বাংলাদেশ দলের হয়ে এখনও পর্যন্ত ৪৪টি ওয়ানডে খেলে বিজয় রান করেছেন ১২৫৪। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে তিনটি। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষ জাতীয় দলের খেলেছিলেন বিজয়।
বিজয়কে দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিজয় ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই ছিল। এছাড়া তাঁকে বাংলাদেশ টাইগার প্রোগ্রামেও খুব কাছ থেকে দেখেছি। বড় মঞ্চের জন্য বিজয় প্রস্তুত। বিজয় ভাল ব্যাটার, পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন।
বাংলাদেশ দল:
শাকিব আল হাসান (অধিঃ), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হামান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আমেদ, শেখ মেহেদি হাসান, নঈম শেখ, শামিম হোসেন,তানজিদ হাসান তামিম, তানজিম হাসান শাকিব ও এমানুল হক বিজয়।
আরও পড়ুন: বিরল রোগের বেড়া ডিঙিয়ে রূপকথার প্রত্যাবর্তন মোহনবাগানের সার্জিও রামোসের