শেষ আপডেট: 2nd January 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা হয়েছে বৃহস্পতিবার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ লোকসভা কেন্দ্রেই প্রথম এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ১১ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। তবে শুধু এই এলাকাতেই এই শিবির সীমাবদ্ধ থাকছে না। কবে, কোথায় কোথায় হবে, সেই ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা। ডায়মন্ড হারবারের পর আরও ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও এই 'সেবাশ্রয়' প্রকল্পের স্বাস্থ্যশিবির চালু হবে বলে জানিয়েছেন অভিষেক।
কোথায় কোথায় ক্যাম্প
১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ক্যাম্প হবে ফলতা বিধানসভায়। ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ক্যাম্প হবে বিষ্ণুপুর বিধানসভা এলাকায়। মেটিয়াবুরুজ বিধানসভায় ১ ফেব্রুয়ারি থেক ১১ ফেব্রুয়ারি, সাতগাছিয়া বিধানসভায় ১২ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি, বজবজ বিধানসভায় ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ, মহেশতলা বিধানসভায় ৪ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ক্যাম্প চলবে।
সব মিলিয়ে আগামী ৭৫ দিনে ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে। আর ১৬ মার্চ থেকে ২০ মার্চ 'মেগা ক্যাম্প' আয়োজিত হবে। যেটা হবে সব ক্যাম্পের ফলোআপ। সব ক্যাম্প পরিষেবা দেবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
কী কী পরিষেবা
রক্তচাপ, ডায়াবিটিস, ক্যানসার, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ট্রোক বা কিডনির সমস্যা সংক্রান্ত উপদেশ মিলবে এই ক্যাম্পগুলি থেকে। এছাড়া সুগার. হিমোগ্লোবিন, ম্যালেরিয়ার মতো একাধিক রোগের পরীক্ষা করার ব্যবস্থাও থাকছে। একটি রেফারেল সিস্টেমও তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া যেতে পারে।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, এসএসকেএম সহ ক্যালকাটা মেডিক্যাল, চিত্তরঞ্জন মেডিক্যাল, আরজি কর, বিদ্যাসাগরের মতো হাসপাতাল রয়েছে এই সিস্টেমের তালিকায়।
গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্পষ্ট কথা, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোন লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।''