শেষ আপডেট: 6th September 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জেতার পর সবাই ভেবেছিলেন এবার হয়তো জাতীয় দল থেকে অবসর নিয়ে নেবেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে মেসি জানিয়ে দিয়েছেন যে, এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না তিনি। আর তাই ফের একবার জাতীয় দলের (Argentina) জার্সি গায়ে দেখা যেতে চলেছে লিওকে। খেলবেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ (2026 World Cup qualifiers)। এই খবর প্রকাশ্যে আসার পর আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনা বাঁধ ভেঙেছে। আরও একবার নীল-সাদা জার্সি গায়ে লিওনেল মেসিকে মাঠে খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু করছে। গত বছরের ডিসেম্বরে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। তাই এইবার প্রথম আর্জেন্টিনা জার্সি পরে বিশ্বজয়ী মেসি আবার মাঠে নামছেন।
২০২৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে। মোট ৪৮টি দল অংশ নেবে আগামী বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকেও অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ছে। আর এই যোগ্যতা অর্জন পর্বের খেলা চলবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এখন এটাই দেখার, কাতারে বিশ্বকাপ জয়ের পর টিম আর্জেন্টিনা ফের পুরনো ছন্দে সবুজ ঘাসে ফুল ফোটাবে কিনা। সেই আশায় বুক বাঁধছেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর আর্জেন্টিনা ভক্ত।
মেসিকেই চিনতে পারলেন না স্ত্রী আন্তোনেলা! জড়িয়ে ধরে চুমু খেতে যাচ্ছিলেন স্বামীরই সতীর্থকে