শেষ আপডেট: 14th February 2022 11:57
দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় জীবনবিমা নিগম (LIC)-র পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় কেন্দ্রীয় সরকার। সেজন্য সেবি-র (SEBI) সহায়তায় তৈরি হয়েছে ড্রাফট পেপার (Draft Paper)। তাতে বলা হয়েছে, বাজারে ছাড়া হবে ৩১ কোটি ৬০ লক্ষ শেয়ার। প্রতিটি ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু হবে ১০ টাকা। গত ১১ ফেব্রুয়ারি এলআইসি-র বোর্ড শেয়ার বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে সরকারের হাতে রয়েছে এল আই সি-র ১০০ শতাংশ শেয়ার। গত ৬৫ বছর ধরে জীবনবিমা করিয়ে আসছে এলআইসি। তা দেশের বৃহত্তম জীবনবিমা সংস্থা। রেটিং এজেন্সি ক্রাইসিলের রিপোর্ট অনুযায়ী, এলআইসি-র মার্কেট শেয়ার ৬৪.১ শতাংশ। বর্তমানে ভারতে ২৪ টি সংস্থা জীবনবিমা করায়। তাদের মধ্যে এলআইসি বৃহত্তম। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এলআইসি-র এমবেডেড ভ্যালু ছিল ৫ লক্ষ ৩৯ হাজার ৬৮৬ কোটি টাকা। এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার বিলগ্নিকরণ করে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার তুলেছে ১২ হাজার কোটি টাকা। সরকার এলআইসি-র বিলগ্নিকরণের মাধ্যমে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। আগামী মার্চেই বাজারে আসতে পারে এলআইসি-র ইনিশিয়াল পাবলিক অফারিংস। এখনও পর্যন্ত যে সংস্থাগুলি এলআইসি-র শেয়ার কেনার জন্য আগ্রহ দেখিয়েছে, তাদের মধ্যে আছে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড, অ্যাক্সিস ক্যাপিটাল লিমিটেড, বিওএফএ সিকিউরিটিজ ইন্ডিয়া লিমিটেড, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং নোমুরা ফিনান্সিয়াল অ্যাডভাইসারি অ্যান্ড সিকিউরিটিজ (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড।