শেষ আপডেট: 6th November 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোগত উন্নতি-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ফের আলোচনা চেয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
গত ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ওই বৈঠকে প্রশাসনিক আশ্বাসের পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে জুনিয়র চিকিৎসকদের বক্তব্য়, বৈঠকের আলোচ্য বিষয়গুলি এখনও পূরণ হয়নি।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ-খুনের বিচায় চেয়ে সেদিন থেকেই আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আগামী ৯ নভেম্বর নির্যাতিতার মৃত্যুর ৯০ দিনে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল, 'দ্রোহের গ্যালারি', রক্তদান-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
সূত্রের খবর, ৯ নভেম্বরের মধ্যে সিংহভাগ দাবি পূরণ না হলে ফের টানা আন্দোলনে নামতে পারেন জুনিয়র চিকিৎসকরা। তারই প্রথম ধাপ হিসেবে আলোচনা চেয়ে মুখ্যসচিবকে তাঁদের এই চিঠি বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল তার অধিকাংশ এখনও রূপায়ণ হয়নি।
প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য এখনও নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করা হয়নি। কলেজের বিভিন্ন কমিটি সচ্ছভাবে পরিচালনার জন্য মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) গঠন জরুরি। বৈঠকে এনিয়ে আলোচনা হলেও রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলি বাস্তবায়নের জন্য স্টেট টাক্স ফোর্স গঠনের কথা বলা হলেও এখনও তা কার্যকর করা হয়নি।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ ত্রীনেশ মণ্ডল বলেন, ঠদেখতে দেখতে তিন মাস অতিক্রান্ত। এখনও আমাদের ১০ দফা দাবি পূরণ হল না। আলোচনা চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছি। ৯ তারিখের মধ্যে সমাধান না হলে আমরা পরবর্তী বৈঠকে আন্দোলনের অভিমুখ ঠিক করব।"