শেষ আপডেট: 25th October 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট জেলার স্কুলগুলিতে কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চেয়ে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) চিঠি দিল রাজ্য।
এ ব্যাপারে রাজ্যের তৈরি বাংলা শিক্ষা পোর্টালে ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত আপলোড করার জন্য ডিআইদের বলা হয়েছে।
যদিও রাজ্যের এই উদ্যোগে খুশি নন প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "ইয়াস, আমফান থেকে সাম্প্রতিক বন্যা,, প্রতিবারই রাজ্য থেকে এরকম চিঠি আসে। কিন্তু অধিকাংশ স্কুলই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়।"
চন্দনবাবু বলেন, "এটাকে লোক দেখানো ছাড়া কী বা বলি বলুন তো! প্রতিবারই তো তথ্য পাঠানো হয়! এই যে ভোটের সময় সিআরপিএফ বাহিনী দেড় মাস ধরে স্কুল দখল করে রইল। কত কী ক্ষতি করে, বিদ্যুৎ খরচ করে। প্রতিবারই বলা হয়, ক্ষতিপূরণের তালিকা পাঠান। টাকা পেয়ে যাবেন। কিন্তু ওই পর্যন্তই। অধিকাংশ স্কুলকেই কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় না।" এ ব্যাপারে অবশ্য স্কুল শিক্ষা দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
বস্তুত, ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতায়। দুই মেদিনীপুর দুই ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকার স্কুলগুলিতে বেশি ক্ষতি হয়েছে। বহু স্কুল জলমগ্ন। এব্যাপারেই স্কুলগুলির কাছে ক্ষতিপূরণের তথ্য চাইল স্কুল শিক্ষা দফতর।