শেষ আপডেট: 10th August 2023 19:04
দ্য ওয়াল ব্যুরো: লিয়েন্ডার পেজকে (Leander Paes) টেনিস চ্যাম্পিয়ন করার পিছনে বাবা ভেস পেজের যেমন অবদান, তেমনি মায়েরও। বারবার সেটি বলেছেন ভারতের সর্বকালের সেরা টেনিস তারকা। লিয়েন্ডারদের কলকাতায় আদি বাড়ি বেকবাগান রো-তে। সেখানে গেলে দেখা যেত মা জেনিফার পেজ (Jennifer Paes) বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিকেলে পাড়ার রাস্তায় ঘুরতে বেরতেন।
এমন একটা পরিবারে লিয়েন্ডারের জন্ম, বাবা-মা দু’জনেই চ্যাম্পিয়ন তারকা। এমনকী তিনজনই অলিম্পিয়ান। ভেস পেজ হকিতে চ্যাম্পিয়ন ছিলেন। দীর্ঘদিন ছেলের মেন্টর ছিলেন টেনিসে। মা জেনিফার ভারতের নামী বাস্কেটবল তারকা। অলিম্পিকেও নেমেছেন। দেশকে বহু আন্তর্জাতিক খেতাব এনে দিয়েছেন।
জেনিফার ছিলেন ডাকসাইটে সুন্দরীও। তিনি ছিলেন ভারতীয় খেলাধুলোর উজ্জ্বল এক তারকা। সোশ্যাল সাইটে তিনি কিছুদিন আগেও ছিলেন সক্রিয়। ফেসবুকে বন্ধুদের কমেন্ট করে উৎসাহিত করতেন।
সেই নামী প্রাক্তন ক্রীড়াবিদ কলকাতার হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এক প্রাণচঞ্চল ব্যক্তিত্ব গুরুতর অসুস্থ। দিল্লিতে নিয়ে গিয়েও লিয়েন্ডার মায়ের চিকিৎসা করিয়েছেন। নিয়ে যেতে চেয়েছিলেন আমেরিকাতে নিজের কাছে। কিন্তু যেতে চাননি কলকাতা ছেড়ে।
কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লিয়েন্ডারের মায়ের চিকিৎসা চলছে। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে। জেনিফারের বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ভারতের মহিলা বাস্কেটবল দলের অধিনায়িকা ছিলেন তিনি। ১৯৭২ সালের অলিম্পিকে ভারতীয় বাস্কেটবল দলের সদস্যা ছিলেন। ১৯৮০ সালে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ভারতীয় বাস্কেটবল দলের নেতৃত্বে ছিলেন জেনিফার।
ময়দানে ফের চেনা ছবি, ডার্বির আগে ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহন সচিবের