শেষ আপডেট: 29th April 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর কোনও বিচারপতির নাম করে মন্তব্য না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এই রায়কে বেআইনি বলে দাবি করেছেন। আদালত সম্পর্কে তাঁর এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণের আর্জি ছিল তাঁর। এই আবেদনের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচী। কিন্তু তাঁর আর্জিতে সেভাবে সাড়া দেয়নি উচ্চ আদালত।
কৌস্তভের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। সেই বক্তব্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তভ বাগচী। তবে এই বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য, আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করেছেন। এখন আইনজীবী চাইলে সেই মামলায় এই বিষয়টি যুক্ত করতে আবেদন জানাতে পারেন। কিন্তু আলাদা করে এই বিষয়ে কোনও মামলা গ্রহণ করা হবে না।
আদালত সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার ক্ষেত্রে আপাতত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয় জমা থাকবে। কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা পরবর্তী সময়ে জানাবে প্রধান বিচারপতির সচিবালয়।